দেশজুড়ে

নড়াইলে ভারোত্তলন প্রদর্শনী

বাংলাদেশ যুব গেমস-২০১৮ উপলক্ষে নড়াইলে ভারোত্তলন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমূল পর্যায়ের খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ হয়।

এতে প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম-মহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের যুগ্ম-সম্পাদক শাহ জালাল মুকুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন- জাতীয় ক্রীড়া পরিষদের প্রশিক্ষক শাহরিয়া সুলতান সুচি, জেলা কোচ শরীফ আলমগীর হোসেন।

বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের যুগ্ম-সম্পাদক শাহ জালাল মুকুল জানান, সারাদেশে খেলোয়াড় বাছাইয়ের অংশ হিসেবে রোববার গোপালগঞ্জে জিমনেসিয়ামে বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের ব্যবস্থাপনায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রশিক্ষণের জন্য তৃণমূল পর্যায়ের খেলোয়াড় বাছাই হয়। পরে ভারোত্তলন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভারোত্তলন ফেডারেশনের যুগ্ম-সম্পাদক শাহ জালাল মুকুল, মফিজুল ইসলাম বিপ্লব, জেলা ক্রীড়া অফিসার এস এম ফিরোজুল ইসলাম, গোপালগঞ্জ ক্রীড়া সংস্থার কর্মকর্তা আব্দুল মান্নান মানিক। আগামী ২৬ তারিখ মাগুরা জেলা স্টেডিয়ামে ভারোত্তলন প্রদর্শিত হবে।

হাফিজুল নিলু/এএম/আরআইপি