দেশজুড়ে

শেরপুরের ২৯ গির্জায় জাঁকজমক বড়দিন উৎসব

খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। ২৫ ডিসেম্বর সোমবার শেরপুর জেলার ২৯টি গির্জায় জাঁকজমক উৎসব ও আনন্দে বড়দিন উদযাপনে নানা কর্মসূচি নেয়া হয়েছে।

এ উপলক্ষে জেলা সদরের চর শ্রীপুর, পৌর এলাকার কসবা গারোপল্লী, সীমান্তের ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লী, নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর ধর্মপল্লী ও শ্রীবরদী উপজেলার বাবেলাকোনা ধর্মপল্লী সাজানো হয়েছে নানা সাজে।

বিভিন্ন এলাকায় রাস্তার ওপর তোরণ-গেট নির্মাণ করতে দেখা যায়। এছাড়া বাড়ি-বাড়ি আলোকসজ্জা, ক্রিসমাস ট্রি এবং ঘরবাড়িও সাজানো হয়েছে। প্রিয়জনের সান্নিধ্যে বড়দিন উদযাপন করতে বাইরে চাকরি কিংবা কর্মে নিয়োজিত অনেকেই নিজের বাড়ি ফিরে আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা গেছে।

ঝিনাইগাতীর মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীর সহকারী ফাদার আশীষ সিএইচসি জানান, গির্জায় গির্জায় সকালে প্রার্থনা শেষে বড়দিনের কেক কাটা হবে। পাশাপাশি যিশুর জন্মস্থানের প্রতিকী গোয়াল ঘর তৈরি করে আরাধনা, খ্রিষ্টমাস গাছ সাজানো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া, প্রীতিভোজ এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করবেন খ্রিষ্টভক্তরা।

এদিকে, বড়দিনের উৎসবকে ঘিরে গির্জাগুলোতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এসব এলাকায় র‌্যাব-১৪, পুলিশ ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন, বড়দিনের উৎসব পালনের লক্ষ্যে সরকারিভাবে প্রতিটি গির্জায় ৫০০ কেজি করে খয়রাতি চাল বরাদ্দ দেয়া হয়েছে।

হাকিম বাবুল/এএম/আরআইপি