দেশজুড়ে

‘আস্থা ফিরিয়ে আনাই হবে এ কমিশনের কাজ’

নির্বাচন কমিশনের ওপর কারো কোনো হস্তক্ষেপ নেই উল্লেখ করে নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন, বিগত দিনের প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে আস্থাহীনতার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, প্রিসাইডিং অফিসাররা সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে পারবে কি-না, আর ভোটাররা তাদের ভোট দিতে পারবে কি-না এ ভয় আর আতঙ্ক সব সময় কাজ করে। কিন্তু বর্তমান কমিশন সেসব ভয়কে জয় করে ভোটারদের মনে আস্থা ফিরিয়ে আনতে চায়।

রোববার বিকেলে নাটোরের বনপাড়া পৌরসভা এবং মাঝগাও ও জোয়ারী ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, ফ্রি অ্যান্ড ফেয়ারের কথা কমিশন কখনও বলেনি। কারণ এটি একটি আপেক্ষিক বিষয়। আমরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আইনে যা আছে তা হুবুহু প্রয়োগ করে নির্বাচন করতে চাই। নির্বাচনী প্রক্রিয়ায় জনগণের আস্থা ফিরে আনাই হবে এ কমিশনের কাজ।

বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচনের দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা ও বনপাড়া পৌরসভার রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরুজ খান, বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. শাহরিয়ার খান।

এছাড়া নির্বাচনী প্রচারণার বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন, মেয়র পদপ্রার্থী কেএম জাকির হোসেন, মহুয়া নূর কচি, কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ মো. ময়েজ উদ্দিন, সহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মো. মাসুদ প্রমুখ।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি