দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ বিশিষ্টজনকে সম্মাননা

 

শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ বিশিষ্টজনকে সম্মাননা দিয়েছে জেলা শিল্পকলা একাডেমি।

রোববার সন্ধ্যায় স্থানীয় উস্তাদ খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পাঁচটি ক্যাটাগরিতে এ সম্মানা দেয়া হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- নাট্যকলায় অধ্যাপক আব্দুন নূর, লোক সংস্কৃতিতে কবি জয়দুল হোসেন, ফটোগ্রাফিতে নরেশ চন্দ্র বণিক ও যন্ত্রসংগীতে সাধন চন্দ্র ভৌমিক এবং কণ্ঠসংগীতে সাংবাদিক পীযূষ কান্তি আচার্য। সম্মাননা প্রাপ্ত প্রতিজনকে সোনার মেডেল, সনদপত্র ও ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কবি আবু হাসান শাহরিয়ার, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. হানিফ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.এস.এম শফিকুল্লাহ প্রমুখ। পরে আলোচনা ও সম্মাননা প্রদান শেষে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংঙ্কৃতিক অনুষ্ঠান।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি