চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের লোক ভেবে মো. ওহিদুজ্জামান নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ৯টার দিকে জেলা শহরের ফার্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মিন্টু হোসেন নামে এক ব্যক্তিকে গণপিটুনি দেয় পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল মোমেন বিষয়টি নিশ্চত করে জানান, আহত ওহিদুজ্জামান চুয়াডাঙ্গা শহর পুলিশ ফাঁড়িতে কর্মরত। তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, একটি নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে গত তিন দিন আগে এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতরাতে এসআই ওহিদুজ্জামান সাদা পোশাকে টহলে গেলে দুর্বৃত্তরা তাকে প্রতিপক্ষের লোক ভেবে কোপাতে থাকে। পরে পুলিশ সদস্যরা ওহিদুজ্জামানকে উদ্ধার করে হাসপাতালে নেন। এ সময় এলাকাবাসী হামলাকারী মিন্টু হোসেনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
আরএআর/পিআর