দেশজুড়ে

আজমিরীগঞ্জে ইউপি সদস্য হত্যা, ৩২ জন কারাগারে

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সাবেক ইউপি সদস্য নূরুল আমীন (৪৫) হত্যা মামলার ৩২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে আসামিরা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুর রহিমের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২ ডিসেম্বর সন্ধ্যায় শিবপাশা গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য নূরুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

এতে আহত হন আরও বেশ কয়েকজন। ঘটনার দু’দিন পর নিহতের ছোট ভাই জাহানুর মিয়া বাদী হয়ে ৭০ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই মামলায় আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন। হবিগঞ্জ সদর কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম/আরআইপি