পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের উত্তর আতরখালী গ্রামে লাল শাক খেয়ে বিষক্রিয়ায় আব্দুল হাকিম হাওলাদার নামের এক কৃষকের দু’টি গরু মারা গেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে।
উপজেলার পশারিবুনিয়া বাজারের দোকানদার আব্দুল হাকিমের ছেলে হাদিছুর রহমান মঙ্গলবার সকালে জানিয়েছেন, তার বাবা সোমবার বিকেলে পশারিবুনিয়া বাজারে নিজের খেতের লাল শাক বিক্রি করতে নেন।
পরে অবিক্রিত শাকগুলো তিনি বাড়িতে ফেরত নিয়ে সন্ধ্যার পর গরুকে খেতে দিলে রাতে বিষক্রিয়ায় গর্ভবতী একটি গাভীসহ দু’টি গরু মারা যায়।
স্থানীয়রা জানান, আব্দুল হাকিম একজন কৃষিজীবী। তিনি পোকার আক্রমণ থেকে শাক রক্ষা করতে কীটনাশক ব্যবহার করেছেন।
শাকে বিষ দেয়ার ব্যাপারে জানতে চাইলে আব্দুল হাকিমের ছেলে হাদিছুর রহমান বলেন, এক বস্তা শাক খাওয়ায় এমন ঘটনা ঘটেছে। গরু দু’টি মারা যাওয়ায় ৫০ হাজার টাকার ক্ষতি হলো।
হাসান মামুন/এএম/এমএস