বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৪তে বিয়ের বয়স মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বহাল রাখার দাবীতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নারী ফোরাম। বুধবার সকালে শহরের চৌরাস্তায় মানব কল্যান পরিষদের আয়োজনে ঘন্টা ব্যাপি এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানবন্ধনে বক্তারা বলেন, বাল্যবিবাহের কুফল ও প্রবনতা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন এর কঠোর বাস্তবায়ন এবং সেই সঙ্গে মাননীয় প্রধাণমন্ত্রীর বরাবরে কোনভাবেই বিবাহের বয়স কমিয়ে না আনার দাবী জানান।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধাণমন্ত্রী বরাবরে গণস্বাক্ষর সম্বলিত একটি প্রতিবাদ স্মারকলিপি প্রদান করা হয়।মানবন্ধনে বক্তব্য রাখেন- নারী ফোরাম এর উপদেষ্টা জনাব নুরুন নাহার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার, এ্যডভোকেট হাবীবা, জাকিয়া সুলতানা ও মনোয়ারা বেগম প্রমূখ।