খেলাধুলা

চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে যা বললেন মাশরাফি

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেই জানাগিয়েছিল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি জয় পেলেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়ে যাবে। এবার সেই দক্ষিণ আফ্রিকা বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করলো টাইগাররা।তবে এখনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কোনো চিন্তা করছেন না মাশরাফি। এ সম্পর্কে টাইগার অধিনায়ক বলেন, কপালে থাকলে এমনিতেই খেলবে বাংলাদেশ এবং ভালো খেলবে।চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়ে মাশরাফি আরও বলেন, আজকে কেন এত চ্যাম্পিয়ন্স ট্রফি, চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে, আমি জানি না। আমাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেকটা ম্যাচ খেলা, প্রত্যেকটা ম্যাচ জেতার চেষ্টা করা। একটা পরিনত দল হওয়া। আমি আবারও বলছি, আমরা আজকে যেটা করতে পেরেছি সেটা করে গর্বিত না; আমরা চেষ্টা করব সামনের ম্যাচগুলোকে আজকে যে ভুল গুলো করেছি, গত ম্যাচ গুলোতে যেসব ভুল করেছি সেগুলো না করতে। চ্যাম্পিয়ন্স ট্রফি যদি আমরা খেলতে পারি দেশের সব মানুষেরই এটা ভালো লাগবে। তখন আমাদেরও ভালো লাগবে। এখন আমাদের জন্য টু মাচ। ২০১৭ সালের জুনে ক্রিকেটের জন্মভূমি ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মর্যাদার দিক থেকে বিশ্বকাপের পর এটি আইসিসি আয়োজিত সেরা ওয়ানডে টুর্নামেন্ট।এমআর/পিআর