ছয় মাসের বেশি সময় আত্মগোপনে থাকার পর অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও রাজশাহী নগর সভাপতি মিজানুর রহমান মিনু। একাধিক নাশকতার মামলার অভিযুক্ত আসামি হয়ে চলতি বছরের জানুয়ারি থেকে আত্মগোপনে থাকলেও অবশেষে সোমবার রাজশাহীর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।সোমবার দুপুর ১২টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-৫ এর বিচারক জয়ন্তী রাণী দাসের আদালতে তিনি হাজির হয়ে আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।প্রসঙ্গত, চলতি বছরের ৫ জানুয়ারি নির্বাচনের পরে নগরীর বিভিন্ন থানায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বিরুদ্ধে আটটি নাশকতার মামলা দায়ের করা হয়। মিনুর পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. শাহ নেওয়াজ।শাহারিয়ার অনতু/এসএস/এমএস