দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় আবদুল মান্নান (২৪) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের নিজ বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মান্নান ওই গ্রামের আবদুল জলিলের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিলন মিয়া জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে মান্নান তার নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে মান্নানের মা তাকে ডাকতে গিয়ে দেখেন সে মৃত অবস্থায় বিছানায় পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে মান্নানের মৃত্যু অস্বাভাবিক বলেই মনে হচ্ছে। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজিজুল সঞ্চয়/এফএ/আইআই