শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারি এলাকায় রাস্তার পাশের মাটিকাটা নিয়ে কথা কাটকাটির জের ধরে এক বিএনপি নেতার হামলায় জুলহাস মিয়া (৪৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জুলহাস মিয়া পোড়াগাঁও ইউনিয়নের ৪০দিনের কর্মসৃজন কর্মসূচির শ্রমিকদের সর্দার বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনসার আলী তার লোকজন নিয়ে ওই মাটিকাটা শ্রমিকের ওপর হামলা করলে তিনি গুরুতর আহত হন। তাকে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নালিতাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফসিহুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শেরপুর সদর হাসপাতাল মর্গে মরদেহটি ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
হাকিম বাবুল/আরএআর/এমএস