দেশজুড়ে

রাজশাহীর অদম্য ১৪ শিক্ষার্থী

প্রতিবন্ধিতা দমাতে পারেনি মহসিন, সুমাইয়া ও সারাইয়াদের। তারা তিনজনই রাজশাহী বোর্ডে এবারের জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। পাস করেছে জিপিএ-৫ পেয়ে। কেবল এ তিন জনই নয় পাস করেছে আরও ১১ জন প্রতিবন্ধী শিক্ষার্থী।

এদের মধ্যে শাহজাহান গাজি জিপিএ ৪.৪৩, হাফিজুর রহমান টুয়েল জিপিএ ৪.০৭, শাকিউল আলী প্রামানিক ও শোভন মোল্লা জিপিএ ৩.৯৩, মিনহাজ উদ্দিন জিপিএ ৩.৮৬, জসিম উদ্দিন জিপিএ ৩.৮০, সহিদ হাসান রুদ্র ও রোমান মিয়া জিপিএ ৩.৭৯, রিয়াদ সাকিদার জিপিএ ৩.৬৪, নাছরিন আক্তার লিপি জিপিএ ৩.৪৩ এবং মিথিলা আক্তার মিম জিপিএ ৩.০৭ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

এদিকে, প্রতিবন্ধী জয়ী পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন রাজশাহী বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক তরুণ কুমার সরকার। একই সঙ্গে তাদের উন্নত ভবিষ্যৎ কামনা করেছেন তিনি।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম