রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী শিক্ষা প্রতিমন্ত্রী হওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল করেছে জেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা।
বুধবার দুপুরে রাজবাড়ী সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠান থেকে শহরে বর্ণাঢ্য আয়োজনে এ আনন্দ মিছিল বের করে। এ সময় তারা আনন্দ মিছিলের পাশাপশি আতশবাজি ফুটানো, রঙ দেয়া ও মিষ্টি বিতরণ করেন।
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন- রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. খলিলুর রহমান, উপাধ্যক্ষ একেএম জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন কলেজ ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
একই সময় রাজবাড়ী সরকারি কলেজ ক্যাম্পাস থেকে সদর থানা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহীন অপুর নেতৃত্বে শহরের আরেকটি আনন্দ মিছিল বের হয়। মিছিলগুলো জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আনন্দ মিছিলে অংশ নেয়া শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রনেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও নতুন প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে অভিনন্দন জানিয়ে স্লোগান দেয়।
উল্লেখ্য, অ্যাডভোকেট ওয়াজেদ আলী চৌধুরীর ইন্তেকালের পর ১৯৯২ সালের উপ-নির্বাচনে কাজী কেরামত আলী প্রথম বারের মত রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
এরপর ১৯৯৬ সালে দ্বিতীয়, ২০০১ সালে বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হলেও ২০০৮ সালে তৃতীয় এবং ২০১৪ চতুর্থ বারের মত নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৮ সালের এমপি নির্বাচিত হওয়ার পর তাকে বাংলাদেশ জাতীয় সংসদের সংস্কৃতি বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ২০১৪ সালের নির্বাচনের পর সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পদে অধিভুক্ত হন। একই সঙ্গে তিনি দীর্ঘ ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন।
রুবেলুর রহমান/এএম/পিআর