দেশজুড়ে

ডাক্তার বললেন ‘আল্লাহর মাল আল্লাহ নেবেন, কী করার আছে’

চুয়াডাঙ্গার দর্শনার আলোচিত মডার্ন ক্লিনিকে আয়া দ্বারা সন্তান প্রসব করাতে গিয়ে মৃত্যু হয়েছে এক নবজাতকের। কিন্তু এ ঘটনায় দায় এড়িয়ে গিয়েছেন ক্লিনিকের চিকিৎসকরা। ক্লিনিকের চিকিৎসক ডা. তারিকুল আলমের ভাষ্য, ‘নবজাতকের ভাগ্যে এভাবেই মৃত্যু ছিল, তাই হয়েছে। আল্লাহর মাল আল্লাহ নেবেন তাতে বান্দার কী করার আছে। দুনিয়ায় যতটুকু হায়াত ছিল ততটুকুই সে জীবন পেয়েছে।’ চিকিৎসকের এ ধরনের মন্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা গেছে, দর্শনা পুরাতন বাজারপাড়ার বিশিষ্ট চাল ব্যবসায়ী আলাউদ্দিনের স্ত্রী আয়নুর নাহারের প্রসব ব্যাথা উঠলে মঙ্গলবার সন্ধ্যায় নেয়া হয় দর্শনা মডার্ন ক্লিনিকে। ক্লিনিক মালিকের স্ত্রী গাইনি চিকিৎসক হোসনেজারী তহমিনা আখি না থাকলেও স্বামী ডা. তারিকুল ইসলাম পরামর্শপত্র দেন রোগীর পরিবারের হাতে।

রোগীর পরিবারের সদস্যদের জানানো হয়, পেটে সন্তান সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে, তবে কিছুটা পানির স্বল্পতা দেখা দিয়েছে। সেক্ষেত্রে কোনো প্রকার অস্ত্রপচারের প্রয়োজন নেই। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে আয়নুরকে অপরেশন থিয়েটারে নেয়া হয়। কিন্তু ডা. তারিকুল আয়াদের স্বাভাবিকভাবে ডেলিভারি করানোর নির্দেশ দিয়ে ৪র্থ তলায় নিজ শয়নকক্ষে চলে যান।

আয়নুরের স্বামী আলাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, অপরেশন থিয়েটারে ২/৩ জন আনাড়ি আয়াকে নিয়ে স্বাভাবিক ডেলিভারির চেষ্টা চলে দীর্ঘ সময় ধরে। এক পর্যায়ে মারা যায় নবজাতক শিশুটি। এরআগেও অলোচিত এই ক্লিনিকে অপচিকিৎসায় অনেকের মৃত্যু হলেও ব্যাবস্থা গ্রহণ করেনি স্থানীয় সাস্থ্য বিভাগ।

সালাউদ্দিন কাজল/এফএ/পিআর