দেশজুড়ে

এমসি কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘর্ষ

সিলেটের এমসি কলেজে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৪ নেতাকর্মী আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট এমসি কলেজ ক্যাম্পাসের নিয়ন্ত্রণ নিতে টিলাগড়স্থ দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রায়হান গ্রুপের নেতাকর্মীরা এমসি কলেজ ক্যাম্পাসে ঢুকতে গেলে নিপু গ্রুপের নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়। এ সময় তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নিপু গ্রুপের সাহেল আহমদ, নাজমুল ইসলাম, আক্তার ও পাভেল আহত হন। এদের মধ্যে আক্তার ও পাভেলকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শাহপরাণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুইপক্ষই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ছাত্রলীগ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টিলাগড়ের এমসি কলেজ ছাত্রলীগের একটি গ্রুপ কলেজের ভেতরে অবস্থান করেছিল এবং অপর একটি গ্রুপ মিছিল নিয়ে এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাইরের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর একটি মিছিল নিয়ে এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে পুলিশি বাধার মুখে পড়ে। তখন মিছিলসহ নেতাকর্মীরা ফিরে গেলেও কিছুক্ষণ পরে অস্ত্রশস্ত্র নিয়ে আবার এমসি কলেজে ঢুকার চেষ্টা করলে ভেতরে থাকা অন্য গ্রুপের নেতাকর্মীদের বাধার মুখে সংঘর্ষ শুরু হয়।

ছামির মাহমুদ/আরএআর/পিআর