শেরপুরে নকলায় চরঅষ্টাধর ইউনিয়ের রাহেরচর গ্রামের পুরাতন ব্রহ্মপুত্র নদের শিকদারপাড়া ঘাট সংলগ্ন একটি মাসকলাই খেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত আমিরুল ইসলাম (২০) রাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকদিন আগে আমিরুল ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসেন। ঘটনার দিন সন্ধ্যায় বাড়ির অদূরে অনুষ্ঠিত একটি ইসলামি সভা শুনতে যায়। সভা চলাকালীন স্থানীয়রা মাশকলাই খেতে একটি মরদেহ পড়ে থাকতে থেকে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে আমিরুলের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এদিকে, শ্রীবরদী পৌর শহরের পোড়াগড় বাজারে নিজের কাঁচামালের দোকান থেকে এক ব্যবসায়ীর ফাঁস ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যবসায়ী তারা মিয়া (৫০) বড় পোড়াগড় গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
হাকিম বাবুল/এএম/আইআই