রাঙ্গামাটিতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনব্যাপী ইজতেমা। বৃহস্পতিবার তাবলিগ জামাতের উদ্যোগে শহরের প্রবেশমুখ মানিকছড়ি বিসিক শিল্পনগরী মাঠে ফজরের নামাজের পর মুসল্লিদের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে গত বুধবার থেকে ইজতেমার মাঠে রাঙ্গামাটি শহরসহ আশপাশের এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি জমায়েত হন।
জানা যায়, ইজতেমায় অংশ নেয়া মুসল্লিরা জামাতে নামাজ আদায়, আম বয়ান, নফল ইবাদত ও জিকিরের মাধ্যমে দিনরাত পার করছেন। শনিবার দুপুর ১২টায় আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ হবে রাঙ্গামাটিতে আয়োজিত প্রথমবারের মতো জেলা ইজতেমা।
এদিকে, ইজতেমাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে জেলা পুলিশ। মাঠে খোলা হয়েছে পুলিশ কন্ট্রোল রুম। এছাড়া ইজতেমায় যাতায়াত সিসি টিভি ক্যামেরায় ধারণ করা হচ্ছে।
সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম