ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। বুধবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই নামক স্থানে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা মাধবপুরগামী অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী মারা যান। এ ঘটনায় আহত পিকআপ ভ্যানের আরেক যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এদিকে বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার আমতলী নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিজয়নগরে আমতলী নামক স্থানে অপর একটি পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব দুটি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিহতদের মরদেহ হাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।আজিজুর আলম সঞ্চয়/এসএস/পিআর/আরআই