শেরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ৩৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ জানুয়ারি) দিনগত রাতে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের মধ্যে মাদক, জুয়া, অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছাড়াও গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
গ্রেফতার ৩৮ জনের বিরুদ্ধে ১০টি মামলা রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি।
হাকিম বাবুল/আরএস/এমএস