দেশজুড়ে

সিংড়ার সাবেক মেয়র শামিম অাল রাজি আর নেই

নাটোরের সিংড়া পৌরসভার সাবেক মেয়র এবং সিংড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম অাল রাজি ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহে... রাজিউন)।

শনিবার রাতে তিনি স্ট্রোক করলে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার বেলা সাড়ে ১১টায় তিনি মৃত্যুবরণ করেন।

 তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল সোমবার বেলা ১১টায় সিংড়া কোর্ট মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

রেজাউল করিম রেজা/এমএএস/জেআইএম