নাটোরের বাগাতিপাড়ায় চাঁদপুর বিএম কলেজে বহিরাগতদের বেধড়ক হাতুড়ি পেটায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান গুরত্বর আহত হওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা।
রোববার সকালে কলেজের সামনের রাস্তায় তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন প্রভাষক আবুল কালাম আজাদ, প্রভাষক আলমগীর হোসেন, প্রভাষক খাদেমুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ভুয়া অধ্যক্ষ মকবুল হোসেনের সন্ত্রাসী বাহিনী দিয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমানকে হাতুড়ি পেটা করা হয়েছে। এসব দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন তারা।
এদিকে ঘটনার দিনই বিকেলে আহতের ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে অব্যহতি দেয়া অধ্যক্ষ মকবুল হোসেনকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
বাগাতিপাড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেছেন, মামলা রেকর্ড করা হয়েছে। দোষীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
উল্লেখ্য, ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফর রহমান শনিবার সকাল নয়টায় কলেজে প্রবেশ করেন। এর কিছুক্ষণের মধ্যে সাত-আট জন বহিরাগত কলেজে প্রবেশ করে হাতুড়ি দিয়ে লুৎফর রহমানকে বেধড়ক পিটিয়ে দ্রুত চলে যায়। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয়রা বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ওইদিনই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রেজাউল করিম/এমএএস/আইআই