শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতারর করা হয়।
গ্রেফতারদের মধ্যে- জুয়া খেলা, মাদক সেবন এবং বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।
শেরপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারদের বিরুদ্ধে ১২টি মামলা রেকর্ড করা হয়েছে।
হাকিম বাবুল/আরএআর/পিআর