দেশজুড়ে

একজন ভিক্ষুককে ১ লাখ টাকা করে দেয়া হচ্ছে

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ বলেছেন, আসল ভিক্ষুক খুঁজে বের করা হয়, এরপরই তাকে পুনর্বাসন করা হয়। আমরা ইতোমধ্যে ১ হাজার ভিক্ষুককে পুনর্বাসনের কাজ হাতে নিয়েছি। একজন ভিক্ষুককে ১ লাখ টাকা করে দেয়া হচ্ছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিকভাবে যে দেন-দরবার করা হয় আমি তার সমন্বয়ক হিসেবে কাজ করছি। ইতোমধ্যে অনেকেই স্বাবলম্বী হতে চলেছেন। দেশের কাঙ্ক্ষিত উন্নয়নের জন্য যোগ্য ব্যক্তিকে সঠিক স্থানে বসাতে হবে। যে কোনো কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য সঠিক সমন্বয়ক দরকার।

শনিবার দুপুরে পিরোজপুর শহরের স্বাধীনতা মঞ্চে সদর উপজেলার ৭টি ইউনিয়নে শতভাগ সমৃদ্ধ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান আহমদ।

সমন্বয়ের অভাবে অনেক উন্নয়নমূলক কাজ সঠিকভাবে সম্পন্ন করা যায় না উল্লেখ করে কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, যারা সুস্থ চিন্তার অধিকারী তাদের নিয়ে কাজ করতে হবে। উন্নয়ন একটি রাজনৈতিক প্রক্রিয়া বলেই ইউনিয়ন পরিষদকে আমরা এ কাজে সম্পৃক্ত করেছি। কিন্তু এটা করার সময় অনেকে বাধা দিয়েছে। আমরা তাদের কথা শুনিনি। বর্তমানে ১৫৩টি ইউনিয়নের চেয়ারম্যানরা এটিকে তাদের নিজেদের কর্মসূচি হিসেবে দেখছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ডাক দিয়ে যাই এবং রিসোর্স ইন্টিগ্রেসন সেন্টারের (রিক) আয়োজনে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু আহমদ ছিদ্দীকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জসীম উদ্দিন, অতিরিক্তি জেলা প্রশাসক মো. মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টারের পরিচালক আবুল হাসিব খান, ডাক দিয়ে যাই-এর নির্বাহী পরিচালক শাহ্জাহান গাজী প্রমুখ।

হাসান মামুন/এএম/জেআইএম