কিশোরগঞ্জের ভৈরবে বিনা টিকিটে ট্রেন ভ্রমণের অপরাধে ৮৪২ জন যাত্রীর কাছ থেকে ১ লাখ ৫৭ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ভৈরব রেলওয়ে স্টেশনে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ঢাকা থেকে চট্টগ্রাম সিলেট কিশোরগঞ্জ ও নোয়াখালীগামী ১০টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
এ সময় ভৈরব রেলওয়ে পুলিশ, নিরাপত্তা সদস্য, টিকিট কালেক্টরের ৫০ জন বাহিনী ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাংলাদেশ রেলওয়ের কমার্শিয়াল ম্যানেজার (পূর্ব) সরদার শাহাদাৎ হোসেন।
শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সন্ধ্যা ৭টায় রেলওয়ে কর্তৃপক্ষ এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায়।
ভৈরব রেলওয়ে স্টেশনের মাস্টার অমৃত লাল দাস জানান, ট্রেনে বিনা টিকিটে রেলভ্রমণ নিরুৎসাহী করতে প্রায় এ ধরনের অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে।
আসাদুজ্জামান ফারুক/এএম/জেআইএম