সিলেটের কিশোর সামিউল আলম রাজন হত্যাকারী সৌদি আরবে গ্রেফতার কামরুলকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার রাজধানীর গাবতলী আন্তঃবাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান।তিনি বলেন, কামরুলকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে ঈদের আগে তাকে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না। ঈদের পর তাকে দেশে এনে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় তিনি আরো বলেন, পুলিশের বিরুদ্ধে যতো অভিযোগ আছে তা খতিয়ে দেখে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হয়।এছাড়া ঈদ উপলক্ষে রাজধানীর বিভিন্ন বাস স্টেশনে পুলিশের বিশেষ টিম বসানো হয়েছে বলেও জানান তিনি।এ সময় ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জেইউ/আরএস/আরআইপি