দেশজুড়ে

মেয়ের আত্মহত্যার জন্য সম্পর্ককে দায়ী করল বাবা

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর গ্রামে তামান্না ইয়াসমিন (২০) নামে এক শিক্ষার্থী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার সকালে ঘর থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

তামান্না দয়ারামপুর গ্রামের বজলুর রহমানের মেয়ে ও যশোর সরকারি মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী।

তামান্নার বাবা বজলুর রহমান জানান, পারিবারিক কোনো কলহের কারণে আমার মেয়ে আত্মহত্যা করেনি। একই গ্রামের এক ছেলের সঙ্গে তার সম্পর্ক ছিল। সম্ভবত ওই কারণে আমার মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, অন্যান্য দিনের মতো রোববার রাতেও খাওয়া শেষ করে নিজ ঘরে শুয়ে পড়ে তামান্না। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ দেখা যায়।

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার সাহা জানান, সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

আহমেদ নাসিম আনসারী/এমএএস/আরআইপি