দেশজুড়ে

নাসিরনগরে উপ-নির্বাচনে জাপার প্রার্থী রেজুওয়ান আহমেদ

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে উপ-নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হচ্ছেন রেজুওয়ান আহমেদ। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য। মঙ্গলবার দুপুরে নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির কর্মী সভায় প্রার্থী হিসেবে রেজুওয়ান আহমেদের নাম ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জিয়াউল হক মৃধা।

নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি উবায়দুর রহমান রেনুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, চেয়ারম্যানের উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক ওয়াহাদুল হক ওয়াহাব প্রমুখ।

পরে সভা শেষে দলীয় প্রার্থী রেজুওয়ান আহমেদকে নিয়ে মিছিল করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হকের মৃত্যুতে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

আজিজুল সঞ্চয়/আরএআর/আরআইপি