দেশজুড়ে

গোবিন্দগঞ্জে নতুন সংগঠনের যাত্রা শুরু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনুষ্ঠানিকভাবে পথ চলতে শুরু করলো ‘কাটাখালী বালুয়াহাট সমাজকল্যাণ পরিষদ’ (কেবিএসপি) নামের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।

বুধবার বিকেল ৪টার দিকে কাটাখালী বালুয়াস্থ তালতলা হাইস্কুল মাঠে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণের মধ্যদিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়।

কাটাখালী বালুয়াহাট সমাজকল্যাণ পরিষদের সভাপতি আকরাম হোসেন বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর নূর রিপনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সমিতির কোষধ্যক্ষ ফিরোজ কবির, ক্রিড়া সম্পাদক উজ্জলল হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সদস্য এসএম ফরহাদ, কামরুজ্জামান মিলন প্রমুখ।

এমএএস/এমএস