ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টর চাপায় মো. আলামিন (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের শহরের ভাদুঘর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত আলামিন ভাদুঘর এলাকার মৃত আহমেদ ভূইয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়ার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল মীর জানান, দুপুরে একটি ইট বোঝায় ট্রাক্টর কুমিল্লা-সিলেট মহাসড়কের ভাদুঘর এলাকায় যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আলামিন গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘণ্টা খানেক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম