দেশজুড়ে

মানিকছড়ি থানার ওসিকে স্ট্যান্ডরিলিজ

খাগড়াছড়ির মানিকছড়িতে জনপ্রশাসন ও পুলিশের তিন শীর্ষ কর্মকর্তার বিরোধের সূত্র ধরে অভিযোগ পাল্টা অভিযোগের পর মানিকছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন খানকে স্ট্যান্ডরিলিজ করা হয়েছে।

সোমবার বিকেলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এসএম মনিরুজ্জামান এক আদেশে মাইন উদ্দিন খানকে বান্দরবানে বদলি করেন। একই সঙ্গে মানিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) তালাত মাহমুদকে থানার দায়িত্ব দেয়া হয়েছে।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আলী আহেমদ খান বিষয়টি নিশ্চিত করে বলেন জনস্বার্থে মানিকছড়ি থানার ওসি মাইন উদ্দিন খানকে বান্দরবানে বদলি করা হয়েছে।

জানা গেছে, খাগড়াছড়ির মানিকছড়ি ও চট্টগ্রামের ফটিকছড়ি সীমান্তবর্তী নয়াবাজার এলাকায় ফরেনার্স চেকপোস্টের চাবি নিয়ে ইউএনও-ওসি দ্বন্দ্বের সূত্রপাত হয়। এরই সূত্র ধরে বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারকে বক্তৃতা দিতে না দিয়ে মাইক সরিয়ে দেন মানিকছড়ি থানার ওসি মাইন উদ্দিন খান। এই ঘটনার পরপরই মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার আহসান উদ্দিন মুরাদ বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে জানান।

এদিকে ‘ওসি-ইউএনও’ বিরোধ তদন্তে পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসককে সদস্য করে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর পরপরই ১০ জানুয়ারি রাতে ওসি মাইন উদ্দিন খানের হাতে মানিকছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার তৌফিকুল ইসলাম নাজেহাল হওয়ার অভিযোগ উঠে। এ ঘটনায় তিনি প্রতিকার চেয়ে আইজিপির নিকট আবেদন করেন।

এদিকে গত শনিবার (২০ জানুয়ারি) শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনকে হেনস্তা করার অভিযোগে ইউএনও আহসান উদ্দিন মুরাদের বিরুদ্ধে বিক্ষোভ করে কয়েক’শ শিক্ষার্থী। এ বিক্ষোভের পেছনেও ওসি মাইন উদ্দিন খানের ইন্ধন রয়েছে বলে অভিযোগ রয়েছে।

মুজিবুর রহমান ভুইয়া/আরএআর/এমএস