ফেনীর দাগনভূঁইয়ায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল হত্যাকাণ্ডের ঘটনায় প্যানেল মেয়র সাইফুল ইসলামসহ সাতজনকে আসামি করে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে দাগনভূঁইয়া থানায় মামলাটি করেছেন নিহতের বড় ভাই নাজিম উদ্দিন।
এ মামলায় পৌর যুবলীগের সহ-সম্পাদক পারভেজকে প্রধান আসামি করা হয়। এছাড়া যুবলীগ কর্মী হিরো, আমির হোসেন বাহাদুর ও প্যানেল মেয়র সাইফুল ইসলাম তার ভাই রাসেলসহ সাতজনকে আসামি করা হয়। একইসঙ্গে অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
দাগনভূঁইয়া থানা পুলিশের ওসি আবুল কালাম আজাদ দুপুরে প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। এ সময় ওসি জানান, হত্যায় ব্যবহৃত ছুরি ও মোবাইল উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে দাগনভূঁইয়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ফখরুল উদ্দিন চৌধুরীকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
জহিরুল হক মিলু/এএম/আইআই