দেশজুড়ে

শিবগঞ্জ সীমান্তে আটক ৯ উট ৬২ লাখ টাকায় বিক্রি

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাই পথে আসা ৯টি উট নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার দুপুরে শিবগঞ্জ কাস্টমস শুল্ক অফিসের পাশে আমবাগানে প্যান্ডেল টাঙিয়ে এ নিলাম অনুষ্ঠিত হয়।

নিলামে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাস্টমস কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন, বিজিবি সদস্য, পশু সম্পদ বিভাগ ও গোয়েন্দা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার মাঝপাড়া মহল্লার আয়াত নূর ইসলাম প্রকাশ্য নিলামে ৬২ লাখ ১০ হাজার টাকা দিয়ে ৯টি উট কেনেন । প্রথম দফায় তিনটি উটের সর্বোচ্চ দাম হাকা হয় ২০ লাখ ৯০ হাজার টাকা। এরপর দ্বিতীয় দফায় ছটি উটের সর্বোচ্চ দাম হাকা হয় ৪১ লাখ ২০ হাজার টাকা। সর্বমোট দাম হাকা হয় ৬২ লাখ ১০ হাজার টাকা।

শিবগঞ্জ শুল্ক গুদাম কর্মকর্তা আলমগীর হোসেন জানান, মূল্য সংযোজন কর ও এআইটি বাবদ ৯ ভাগ হারে ৫ লাখ ৫৮ হাজার টাকা যোগ হয়ে উটগুলোর সর্বমোট দাম পড়বে ৬৭ লাখ ৬৮ হাজার ৯০০ টাকা। নিলামে ২৫০ জন অংশ নেন।

উল্লেখ্য, গত ১২ জানুয়ারি ভোরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাকারবারীরা ৯টি উট নিয়ে ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় বিজিবি ক্যাম্পের সদস্যরা উটগুলো আটক করে শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়েরের পর শিবগঞ্জ কাস্টমস শুল্ক গুদামে জমা দেয়। ২৪ জানুয়ারি (বুধবার) উটগুলো নিলামে বিক্রির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

মোহা. আব্দুল্লাহ/আরএআর/আরআইপি