অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার ধানমন্ডি এলাকায় রাজউকসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশিষ কুমার সাহা।
অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনে সেট-ব্যাক এলাকায় (ভবনের চারদিকে আবশ্যিক উন্মুক্ত এলাকা) অবৈধভাবে টয়লেট, রান্নাঘর ও জেনারেটর কক্ষ নির্মাণ করায় ধানমন্ডির সাত মসজিদ রোডের ১৪৭ নম্বর হোল্ডিংয়ে ডেভেলপার প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। ভবনটির অবৈধ স্থাপনার আংশিক অপসারণ করে বাকি অংশ আগামী ১৫ দিনের মধ্যে নিজে উদ্যোগে অপসারণের সময় দেয়া হয়।
এছাড়া ২ নম্বর রোডের ৩৫ নম্বর হোল্ডিংয়ে ১৩ তলা ভবনের অনুমোদন নিয়ে একটি ফ্লোর বাড়িয়ে ১৪ তলা নির্মাণ করায় অতিরিক্ত ফ্লোরটি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী, জোন-৫ (ধানমন্ডি, লালবাগ), সহকারী অথরাইজড অফিসার জোটন দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এএস/ওআর/আরআইপি