জাতীয়

ধানমন্ডিতে রাজউকের উচ্ছেদ অভিযান

অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবন নির্মাণ করায় রাজধানীর ধানমন্ডি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

বুধবার ধানমন্ডি এলাকায় রাজউকসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অথরাইজড অফিসার আশিষ কুমার সাহা।

অভিযানে অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে ভবনে সেট-ব্যাক এলাকায় (ভবনের চারদিকে আবশ্যিক উন্মুক্ত এলাকা) অবৈধভাবে টয়লেট, রান্নাঘর ও জেনারেটর কক্ষ নির্মাণ করায় ধানমন্ডির সাত মসজিদ রোডের ১৪৭ নম্বর হোল্ডিংয়ে ডেভেলপার প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়। ভবনটির অবৈধ স্থাপনার আংশিক অপসারণ করে বাকি অংশ আগামী ১৫ দিনের মধ্যে নিজে উদ্যোগে অপসারণের সময় দেয়া হয়।

এছাড়া ২ নম্বর রোডের ৩৫ নম্বর হোল্ডিংয়ে ১৩ তলা ভবনের অনুমোদন নিয়ে একটি ফ্লোর বাড়িয়ে ১৪ তলা নির্মাণ করায় অতিরিক্ত ফ্লোরটি উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমে রাজউকের পরিচালক শাহ আলম চৌধুরী, জোন-৫ (ধানমন্ডি, লালবাগ), সহকারী অথরাইজড অফিসার জোটন দেবনাথসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস/ওআর/আরআইপি