নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের কার্যালয় তালা মেরে বন্ধ করে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা জানান, ১৫-২০ জন লোক এসে হঠাৎ করে উপজেলা চেয়ারম্যানের কক্ষ তালা মেরে চলে যায়। এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম বলেন, আমি ওই সময় ডিসি অফিসে মিটিংয়ে ছিলাম। বিষয়টি পুলিশকে অবগত করেছি।
সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বলেন, এ সময় আমি অফিসে ছিলাম না। শুনেছি ছাত্রলীগের নেতাকর্মীরা তালা মেরে দিয়েছে।
এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারা আইনগত ব্যবস্থা নেবেন বলে মন্তব্য করেন তিনি। সদর থানা পুলিশের ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেনি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হাফিজুল নিলু/এমএএস/আইআই