টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা শহরে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার রাত পৌনে আটটায় কমিটি বাতিলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও স্থানীয় মুখতার ফোয়ারা চত্বরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহেরের কুশপুত্তলিকা দাহ ও তাকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করে এ নেতাকর্মীরা।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের ভিপি আঃ রউফ, জিএস রাসেল আল মামুন, পৌর ছাত্রলীগের আহ্বায়ক সোহেল সিকদার, মুজিব কলেজ ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ, শাহীন আহমেদ প্রমুখ।
এর আগে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব আহমেদকে আহ্বায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে ৬ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম