ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের অংশে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার ভোরে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়। পরে সড়কে যানবাহনের চাপ কমতে থাকায় বিকেলে ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
দিনভর যানজটের কারণে টাঙ্গাইল অংশের সড়ক পারা হতে দিগুনের বেশি সময় লেগেছে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ যাত্রী ও চালকদের।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত থেকেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। গভীর রাতে প্রায় ২ ঘণ্টার বেশি সেতু এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে করে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যান চলাচল স্বাভাবিক আছে। মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সচেষ্ট রয়েছে।
আরিফ উর রহমান টগর/আরএআর/আইআই