প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, আমাদের লক্ষ্য ছিল এমডিজি (ম্যালেনিয়াম ডেভেলপমেন্ট গোল) অর্জন। তা অর্জন করেছি। বর্তমানে শিক্ষার্থী ঝড়ে পড়া কমে বিশের নিচে এসেছে। সকল শিশু স্কুলে যায়। এখন কোয়ালিটি এডুকেশন আমাদের লক্ষ্য। এসডিজি-৪ (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) প্রকল্পে ২০৩০ সালের মধ্যে কোয়ালিটি এডুকেশন নিশ্চিত করতে চাই।
শুক্রবার বিকেল ৩টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন উদ্বোধন কালে এ কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, কোয়ালিটি এডুকেশনের জন্য শিক্ষকদের সময়মত স্কুলে যাওয়া, শিক্ষকদের প্রশিক্ষণ, ছাত্র-ছাত্রীদের মনোযেগী করা, মিড-ডে মিল চালু, অবকাঠামো উন্নয়ন সবকিছুই ঠিক করে ফেলবো ইনশাআল্লাহ।
বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিশু শিল্পীদের পরিবেশনায় গান ও নাচ উপভোগ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি মো. জাফর আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা শঙ্কর কুমার বিশ্বাস প্রমুখ।
প্রাথমিক শিক্ষা ডেভেলপমেন্ট (পিডিইপি-৩) প্রকল্পের অর্থায়নে এলজিইডি’র বাস্তবায়নে ৬৪ লাখ টাকা ব্যয়ে নাগেশ্বরী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ করা হয়।
নাজমুল হোসাইন/আরএআর/আইআই