দেশজুড়ে

কারিগরি শিক্ষায় গুরুত্ব দেয়া হচ্ছে : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, বাংলাদেশ অতি দ্রুততার সঙ্গে প্রযুক্তি জ্ঞানসম্পন্ন জাতিতে পরিণত হতে চলেছে। দেশের মানুষকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। নারী শিক্ষার্থীদের কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় দক্ষ করতে দেশে-বিদেশে কারিগরি প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ক্রবর্ধমান মানবসম্পদকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে অধিকতর গুরুত্ব দেয়া হচ্ছে।

শুক্রবার ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, পড়াশুনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে। খেলাধুলায় জাতীয় পর্যায়ে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে সরকার। প্রতিটি ছাত্র-ছাত্রীকে দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হলে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকদের শিশুকাল থেকেই তাদের মনে গণতন্ত্রের চর্চা, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার বিষয়ে জ্ঞান দান করতে হবে।

ঈশ্বদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) জহুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আক্তার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খাতুন ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আয়নুল ইসলাম উপস্থিত ছিলেন।

আলাউদ্দিন আহমেদ/আরএআর