সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার উপর গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শনিবার সকাল ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে স্থাপিত স্মৃতিসৌধে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া করা হয়।
পুষ্পার্ঘ অর্পণ করেন হবিগঞ্জ ও সিলেটের সংরক্ষিত এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া। এ সময় উপস্থিত ছিলেন কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা।
এ সময় আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া বলেন, প্রকৃত আসামিদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এমএস