সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে বৃক্ষে হাত দেন সে বৃক্ষই স্বর্ণ হয়ে ফুটে। তিনি দেশের মানুষের জন্য যে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে একের পর এক সাফল্য অর্জন করে চলেছেন তা কখনও নিভে যাবে না।
শনিবার বিকেলে লালমনিরহাটের সাপ্তাহিক পত্রিকার লালমনিরহাট বার্তার ২৭ বছর পদার্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, সংবাদকর্মীরা সমাজের দর্পণ ও সমাজের বিবেক। সাংবাদিকদের লিখনির মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে।
জেলার উন্নয়ন নিয়ে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বুড়িমারী টু ঢাকা তিনবিঘা এক্সপ্রেস ট্রেন দ্রুত চালু হবে। লালমনিরহাটের ভেতর দিয়ে ৪ লেনের রাস্তা যেন হয় সেটিও বিবেচনা করা হবে।
পত্রিকাটির সম্পাদক মুক্তিযুদ্ধের গেরিলা লিডার শফিকুল ইসলাম কানুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত বিচারপতি আফজাল হোসেন আহমেদ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমী, অতিরিক্তি জেলা প্রশাসক আমিনুর রহমান ও পুলিশ সুপার এসএম রশিদুল হক।
রবিউল হাসান/এএম/জেআইএম