সাতক্ষীরার ভোমরা সীমান্তের শূন্যরেখা থেকে কালামুল্লাহ বাবলু (৬০) নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৩টার দিকে ভোমরা একটি সেতুর নিচ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। কালামুল্লাহ বাবলু শহরের মুনজিতপুর এলাকার মৃত রেজাউল করিমের ছেলে।
ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার শফিউর রহমান জানান, বিকেলে পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে খবর পেয়ে সীমান্তের মেইন পিলার-৩ এর সাব পিলার-২ এর ব্রিজের নিচে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ, বাবলু গত ৭/৮ দিন ধরে ভোমরা এলাকা থেকে নিখোঁজ ছিল। এ ঘটনায় তার পরিবার সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছিল।
আকরামুল ইসলাম/জেএইচ