মেহেরপুরের গাংনীর গাড়াডোব সড়কে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি ও ৪টি বোমাসহ আটক করা হয়েছে। সোমবার ভোর ৩টার দিকে স্থানীয়দের সহায়তায় গাংনী থানা পুলিশ তাদের আটক করে।
আটকরা হলেন- গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের জিহান উদ্দীনের ছেলে চিহ্নিত ডাকাত সদস্য আয়েচ উদ্দীন (৩৫) ও তার সহযোগী কষবা গ্রামের মৃত তামিজ উদ্দীনের ছেলে সিদ্দিক হোসেন (৪০)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষ্ণুপদ পাল বলেন, গাড়াডোব-আমঝুপি সড়কে গাড়াডোব গ্রামের পার্শ্ববর্তী স্থানে ডাকাত দল অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে অভিযানের সময় অজ্ঞাত কয়েকজন ডাকাত পালিয়ে যায়। তবে ধরা পড়ে আয়েচ ও সিদ্দিক।
তাদের কাছ থেকে একটি শাটারগান, ২ রাউন্ড গুলি ও ৪টি বোমা উদ্ধার করা হয়। আটক দু’জনের নামে গাংনী থানায় বেশ কয়েকটি মামলা ও ডাকাতি-ছিনতাই এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে।
আসিফ ইকবাল/এফএ/জেআইএম