পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে রাঙ্গামাটি পরিদর্শনে গেছেন সংসদীয় উপ-কমিটির সদস্যরা। সোমবার সকালে চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে বিকেলে রাঙ্গামাটি গিয়ে পৌঁছান তারা।
ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগের প্রায় সাড়ে সাত মাস পর ক্ষতিগ্রস্ত লোকজনকে পুনর্বাসনের উদ্যোগ নিচ্ছে সরকার। সাময়িক পুনর্বাসনের জন্য সরকার গঠিত এ সংসদীয় কমিটি রাঙ্গামাটি ছাড়াও চট্টগ্রাম এবং পাশের জেলা খাগড়াছড়ি পরিদর্শন করছে। জেলা প্রশাসন এসব তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় সূত্র জানায়, চলতি দশম জাতীয় সংসদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি চট্টগ্রাম, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ধসের ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাময়িক পুনর্বাসনের জন্য একটি সংসদীয় উপ-কমিটি গঠন করে।
সংসদ সদস্য তালুকদার আবদুল খালেককে আহ্বায়ক করে চার সদস্যের এ কমিটিতে আরও রয়েছেন- সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম, সৈয়দ আবু হোসেন ও বেগম হ্যাপি বড়াল।
সোমবার বিকেলে রাঙ্গামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন কমিটির সদস্যরা।
এতে জেলা প্রশাসক মো. মানজারুল মান্নানসহ প্রশাসনিক কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামীকাল মঙ্গলবার সকালে রাঙ্গামাটির নির্ধারিত ক্ষতিগ্রস্ত জায়গাগুলো পরিদর্শন করবেন সংসদীয় উপ-কমিটির সদস্যরা। বিকেলে খাগড়াছড়ি পরিদর্শনের উদ্দেশ্যে রাঙ্গামাটি ত্যাগ করবেন তারা।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৩ জুন ভয়াল পাহাড়ধসের দুর্যোগ ঘটে। এ দুর্যোগে কেবল রাঙ্গামাটি জেলায় ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রাণহানি ঘটে।
এছাড়া রাস্তাঘাট ও বিভিন্ন স্থাপনাসহ ক্ষতি হয়েছে ব্যাপক। যা গত সাড়ে ৭ মাসেও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। পুনর্বাসিত হতে পারেননি ক্ষতিগ্রস্তরা।
জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান বলেন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠানো আছে। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির নেতৃত্বে সংসদীয় উপ-কমিটি গঠন করেছে সরকার। কমিটির সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের কীভাবে সাময়িক পুনর্বাসন করা দরকার, সে বিষয়ে সুপারিশ করে সরকারকে প্রতিবেদন দেবে।
সুশীল চাকমা/এএম/আইআই