ক্যাম্পাস

মধ্যরাতে ইবিতে ফের ককটেল বিস্ফোরণ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বেশ কিছুদিন থেকেই গভীর রাতে ক্যাম্পাসের আবাসিক হল এলাকাগুলো ককটেলের বিকট শব্দে প্রকম্পিত হচ্ছে।

তবে এ দুষ্কৃতকারীদের শনাক্ত ও গ্রেফতারে উদাসীন বিশ্ববিদ্যালয় ও পুলিশ প্রশাসন। গত ২৩ এবং ২৪ জানুয়ারির মতো গতকাল সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে লালন শাহ হল এলাকায় বিকট শব্দে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

এর প্রায় ১০ মিনিট পরে ছাত্রীদের আবাসিক হলের সামনেও একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। গত কয়েক দিনে ক্রমাগত ককটেল বিস্ফোরণে রাত বাড়লেই আতঙ্কে ক্যাম্পাসে শিক্ষার্থীদের পদচারণা কমে যায়। এতে রাতের ক্যাম্পাস মাদকসেবী ও অপরাধীদের আড্ডা স্থলে পরিণত হচ্ছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নৈশপ্রহরী।

বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচের এবং সাদ্দাম হোসেন হলের আবাসিক কয়েকজন শিক্ষার্থী জানায়, আগে বন্ধুদের সঙ্গে গভীর রাত পর্যন্ত জিয়া হল মোড় এলাকায় আড্ডা দিতাম। কিন্তু এখন রাত সাড়ে ১০টা বাজলেই বুকের মধ্যে কম্পন শুরু হয়। সবাই আড্ডা ছেড়ে রুমে চলে যাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় জড়িতদের হাতেনাতে ধরতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। লালন শাহ ও জিয়াউর রহমান হলের শিক্ষার্থীদের দুইটি গ্রুপ এমন ঘটনা ঘটাতে পারে বলে তথ্য রয়েছে। ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক খুব দ্রুত তাদের চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/আইআই