দেশজুড়ে

ভাড়া বাকি থাকায় বিএনপি আফিসে তালা

সিরাজগঞ্জের উল্লাপাড়া বিএনপি অফিসের ভাড়া না দেয়ায় চুক্তিনামা বাতিল করে সমিতির সাইন বোর্ড লাগিয়েছে সমবায় বিভাগ। দীর্ঘ ২৫ বছর ধরে সমবায় বিভাগের এই ভবনটি বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দু’বছর ধরে অফিস ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ না করার কারণে বিএনপি কার্যালয়টি বন্ধ হয়ে গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সাংসদ এম. আকবর আলী, অ্যাডভোকেট সিমকি ইমাম খান, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী কামাল, যুবদল নেতা আব্দুল ওয়াহাব ও কেএম শরফুদ্দিন মঞ্জু বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হলেও কোনোদিন অফিস ভাড়াসহ অবকাঠামোর দিকে নজর দেননি। এতে ক্ষোভে ফেটে পড়েছেন গোটা উপজেলা বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

বিএনপি কার্যালয়ের ভাড়া ও বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা স্বীকার করে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক জানান, দীর্ঘদিন ধরে উল্লাপাড়া বিএনপি দুটি ভাগে বিভক্ত হয়ে যাওয়ায় অফিস দখল নিয়ে নিজেদের মধ্যে বিরোধ রয়েছে। ফলে কোনো পক্ষই ভাড়া পরিশোধ করেনি। আর এ জন্যই উপজেলা সমবায় বিভাগ তাদের অফিস ভাড়ার চুক্তিনামা বাতিল করেছে।

উল্লাপাড়া উপজেলা কেন্দ্রীয় বহুমুখী সমবায় সমিতির সহকারী পরিদর্শক মো. জহুরুল ইসলাম জানান, ১৯৯২ সালে উপজেলা পরিষদের পাশে তাদের একতলা এই ভবনটি বিএনপি অফিস হিসেবে সাবেক সংসদ সদস্য এম. আকবর আলীর নামে মাসিক ভাড়ার চুক্তি হয়। এই চুক্তির ভিত্তিতে এ যাবত ভবনটি বিএনপি অফিস হিসেবে পরিচালিত ছিল। কিন্তু দু’বছর ধরে বিএনপি এই অফিস ভাড়া ও বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। বিষয়টি বারবার তাদেরকে অবহিত করলেও দলীয় কেউ তা আমলে নেয়নি। ফলে গত বছরের ২৬ ডিসেম্বর সমিতির ব্যবস্থাপনা কমিটির সভায় চুক্তিনামা বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়। ইতোমধ্যেই সমবায় সমিতির একটি সাইনবোর্ড ভবনে সেটে দেয়া হয়েছে।

তবে এ বিষয়ে সাবেক সাংসদ এম. আকবর আলীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তথ্যানুসন্ধানে জানা গেছে, উপজেলা পরিষদের সামনে সরকারি সম্পত্তির উপর স্থাপিত অফিসটি এতদিন কেন্দ্রীয় সমবায় সমিতির কাছ থেকে ভাড়া নিয়ে চলছিল। উপজেলা বিএনপির সভাপতি এম. আকবর আলীর ব্যক্তিগত অফিস হিসেবে মাসিক এক হাজার টাকায় এটি ভাড়া নেয়া হয়েছিল। গত ২ বছর ভাড়া পরিশোধ না করা এবং ব্যক্তিগত অফিসের কথা বলে ভাড়া নিয়ে দলীয় অফিস স্থাপন করায় উপজেলা কেন্দ্রীয় বহুমুখি সমবায় সমিতি অফিসের ভাড়া চুক্তি বাতিল করেছে।

গত ১ মাস আগে চুক্তি বাতিল করে দ্রুত অফিসের আসবাবপত্র সরাতে ভাড়া গ্রহিতা সাবেক এমপি আকবর আলীকে চিঠি দেয়া হলেও তারা তা না শোনায় সেখানে উপজেলা কেন্দ্রীয় বহুমুখি সমবায় সমিতির সাইনবোর্ড টানিয়ে দিয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/জেআইএম