খেলাধুলা

বৃষ্টি কারণে টাইগারদের ইনডোরে অনুশীলন

দুই দিনের ছুটি শেষে অনুশীলনে নেমেছেন টাইগাররা। মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া টেস্টের জন্য অনুশীলনের সুযোগ কেবল সোমবারের দিনটি। অপরদিকে দক্ষিণ আফ্রিকা দল নিয়মিত অনুশীলন চালিয়েই যাচ্ছে। কিন্তু টেস্টের আগের দিনের গুরুত্বপূর্ণ অনুশীলনে বাদ সেধেছে বৃষ্টি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঝুম বৃষ্টির ছটা না থাকলেও আগের বৃষ্টিতে মাঠ ভেজা থাকায় সেখানে অনুশীলনের মতো অবস্থাও নেই। ক্রিকেটারদের তাই ইনডোরে অনুশীলন করেই টেস্টে পরীক্ষায় নামতে হচ্ছে।আবহাওয়া দফতর জানায়, গত কয়েক দিন ধরে চলা বৃষ্টির প্রভাবেই আকাশ এমন মেঘাচ্ছন্ন। তবে মঙ্গলবার থেকে চট্টগ্রামে বৃষ্টির শঙ্কা একেবারেই যে নেই তাও নয়। আগামী কয়েকদিন সারাদেশেই মৌসুমী বৃষ্টির হাত থেকে নিস্তারের সম্ভাবনা খুব কমই। এমনকি চলতি মাস জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকছে।একদিকে বৃষ্টি শঙ্কা, অন্যদিকে ভেজা মাঠ। এখন দেখার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কতটা খেলা উপহার দিতে পারে। তবে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রায় আড়াই ঘণ্টা ভারী বর্ষণের কারণে পরের এক ঘণ্টার মধ্যেই মাঠ যেভাবে খেলার উপযোগী করা সম্ভব হয়েছিল, তাতে টানা বৃষ্টি না হলে সেশনের কিছু সময় খেলা নষ্ট হওয়ার আশঙ্কা থাকলেও দিন বা ম্যাচ ভেসে যাওয়ার সম্ভাবনা ক্ষীণই বলা চলে।আরটি/এমএস