ঈশ্বরদী-সিরাজগঞ্জ রেলপথের ভাঙ্গুড়া স্টেশনে দুটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি এবং ডবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ভাঙ্গুড়া স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, দিনাজপুর থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনের ১নং লুপলাইনে দাঁড়িয়েছিল। এ সময় সিরাজগঞ্জ থেকে ঈশ্বরদী অভিমুখি অপর মালবাহী ট্রেন এসে ওই ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে উভয় ট্রেনের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসি দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, এই পথে ডবল লাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচলে কোনো সমস্যা হচ্ছে না, স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত ইঞ্জিন ও বগি উদ্ধার করতে দুপুর ১২টা বাজতে পারে।
আলাউদ্দিন আহমেদ/এফএ/আরআইপি