রাজবাড়ী-পোড়াদাহ ট্রেন রুটের রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে গোয়ালন্দ ঘাটগামী মেল ট্রেনে কাটা পড়ে পিজুস কুমার বিশ্বাস (৫২) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মিজানপুর ইউনিয়নের গঙ্গপ্রাসাদপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পিজুস কুমার ঝিনাইদাহ জেলার শৈলকুপার চরবাখরবাদ এলাকার অমুল্য বিশ্বাসের ছেলে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. হারুন মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
রুবেলুর রহমান/এফএ/জেআইএম