দেশজুড়ে

রাঙ্গামাটিতে হাতির আক্রমণে একজনের মৃত্যু

রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে জেলার সদর উপজেলার জীবতলী চেয়ারম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত কিনা চন্দ্র চাকমা (৬২) বলিরাম চাকমার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। পুলিশ, বন বিভাগ ও স্থানীয় সূত্র ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিনা চন্দ্র চাকমা পাশের পাহাড়ে নিজ বাগানে কাজে যাচ্ছিলেন। এ সময় ঘর থেকে বের হয়ে কিছু দূর নির্জনে গেলে সেখানে একটি বন্য হাতি তার ওপর আক্রমণ করে। এতে পালানোর চেষ্টা করলে হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়া বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুশীল প্রসাদ চাকমা/এএম/জেআইএম